সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, সকাল ৪:১৮ সময়
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে ইব্রাহিম (৪২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় কারাগারের জেলার আব্দুল্লাহ জানান, গত ২৫ ফেব্রæয়ারী ভ্রাম্যমান আদালতে মাদক মামলায় তিন মাসের বিনাশ্রম কারাদেন্ডের আদেশে ইব্রাহিমকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। সে নগরীর আকুয়া এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে। তার শ্বাসকষ্ট ছিল। সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।